জলপাইগুড়ি ১২৫ বছরের ইতিহাসে চুড়ান্ত পতনের সময় শুরু ৬৮ সনের কোযাগরী লক্ষী পূর্নীমার রাতের অন্ধকারে। আজকের এই গতীময় বিশ্বের মানবীক রুপ কিছুটা হলেও প্রযুক্তি নির্ভর। জলপাইগুড়ি পিছিয়ে আছে বলে একটা অপপ্রচারের অবসানের জন্যে আমাদের এই প্রয়াস- জলপাইগুড়ি আপডেট ব্লগ
আমরা আশাবাদী- একটু একটু করে বদলে যাওয়ার পথে অনেক কিছুর অনস্বীকার্য অবদান। মনে পরে SDO ত্রিবেদি বাবুর কথা, নেতা জনতা মিলে তাড়িয়ে ছাড়লেন ওনাকে। তবুও যেটুকু ভাঙ্গা গড়ার কাজ করে গিয়েছিলেন তার সুফল আমরা এখন দেখতে পাচ্ছি। রাস্তার সিগনাল থেকে শুরু করে অফিসের চেহারা সব কিছুই বদলে গেছে জলপাইগুড়ির।
আমরা আশাবাদী- একটু একটু করে বদলে যাওয়ার পথে অনেক কিছুর অনস্বীকার্য অবদান। মনে পরে SDO ত্রিবেদি বাবুর কথা, নেতা জনতা মিলে তাড়িয়ে ছাড়লেন ওনাকে। তবুও যেটুকু ভাঙ্গা গড়ার কাজ করে গিয়েছিলেন তার সুফল আমরা এখন দেখতে পাচ্ছি। রাস্তার সিগনাল থেকে শুরু করে অফিসের চেহারা সব কিছুই বদলে গেছে জলপাইগুড়ির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন