বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১০

উত্তরের বানিজ্য সম্ভাবনা

উত্তর বংলাকে কোনো বিচ্ছিন্ন এলাকা হিসাবে আমরা আজ ভাবতে বাধ্য নই। এখানেও বিশ্বায়নের প্রভাব, উন্নতি আর শংকা মিলেমিশে যে বাজার তৈরি করেছে, তার সুফল খুব কম স্থানিয় ব্যাবসায়ীর ব্যাংক ব্যালান্স বাড়াতে পেরেছেআবার কিছু ব্যাবসায়ীর কাছে আংশিক ভাবে বিশ্বায়ন একটি নুতুন সুযোগের সম্ভাবনা। সকালের রোদ একটু বেলা করে ঘুমন্ত দানবকে জাগাচ্ছে, জানালার ফাকদিয়ে এসে।

কোন মন্তব্য নেই: