শুক্রবার, ২৬ মার্চ, ২০১০

তিস্তায় বর্জ্য পদার্থ কেন?

বর্জ্য পদার্থ তিস্তায় কেন? কারা ফেলল? কেনইবা এতদিন চরে পড়ে থাকল? সদুত্তর পাবনা আমরা কেওই। আমাদের সাধারন বুদ্ধি দিয়ে একটা পুরনো রক্তদানের প্লাস্টিকের ব্যাগ কোথা থেকে এসেছে এটা বুঝে নিতে অসুবিধা হবেনা। সাধারন ভাবে পুলিশ বা পৌরপিতা কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা তো নয়। তবে কেন এত প্রশ্ন উঠে আসছে সংবাদ পত্রগুলোতে?
মানুষ সমাজবদ্ধজীব। অসামাজিক মানুষরাও অসমাজবদ্ধ জীব হওয়াই স্বাভাবিক। কার্যত যারা প্রতিনিয়ত অসামাজিকাতায় জরিয়ে আছে তাদের কাছে পার পেয়ে যায় তাদের নিকটজনেরা। সাধারনভাবেই আমরা কোনদিন জানতে পারবনা কারা অপকর্মটি করেছেন। কেনই বা পরিস্কার করতে এত সময় লাগল। তাছাড়া আমাদের তো সহজেই ভুলে যাওয়ার অভ্যাস আছে, বেকার এত কথা, কাগজ খরচ করার কোন মানে হয় না।
তিস্তার চড়ের বর্জ্যের গল্প ভুলে যাব একদিন। যেমনভাবে ভুলে গেছি “মসজিদের পুকুরপাড় বাঁধানো হওয়ার মাত্র এক মাসেই ধসে পড়ে গেল প্রথম বৃষ্টিতেই”।