বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০১০

স্বাস্থ পরিসেবা

জলপাইগুড়ি সদর হসপিটাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ন গণ-পরিষেবা কেন্দ্র। প্রায় অর্ধেক জলপাইগুড়ি জেলার স্বাস্থ পরিষেবা এই হসপিটালের উপর নির্ভর করে। বীরপারা, লাটাগুড়ি, নাগরাকাটা, ফালাকাটা, ময়নাগুড়ি, হলদীবাড়ির নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের একমাত্র আপাতকালীন চিকিৎসার ঠিকানা।
আমরা অনেকেই বিশ্বাস করি যে এখানে ভালো ডাক্তার পাওয়া যায়না, এখানকার চিকিৎসা পদ্ধতি বেশ খারাপ মানের। তাহলে প্রশ্ন আসতেই পারে, ডাক্তার সম্প্রদায়ের কি কোন বিবেক বোধ নেই? নিজেদের বিদ্যার সঠিক ব্যাবহার করা কি এরা জানেনা? যদি এতটুকুও বিবেক বোধ থাকত তবেকি নিজেদের সময়ের সাথে Update করার চেষ্টা করতেন না?
তবে একটা জিনিস লক্ষ করে দেখছি, এখানে Indian Medical Association(IMA) একটি সক্রিয় সংগঠন। যেখানে প্রতি মাসে পার্টি করে ডাক্তার পরিবারের লোকেরা।
এরাই উদ্যোগ নিয়ে সমাজপাড়ার ব্রাহ্মসমাজের ১২৫ বছরের প্রার্থনার মন্দিরের ঐতিহ্যের টান কাটিয়ে ধুলোয় মিশিয়ে দিয়ে নতুন পার্টি হল তৈরী করেছেন।
এরাই যদি একটু সহৃদ উদ্দোগী হয়ে আমাদের পরিষেবার কথা ভাবতে শুরু করে তবেই একমাত্র এই সকরুন অবস্থার পরিবর্তন হতে পারে। অথবা মধ্যবিত্তের চিকিৎসার জন্য শিলিগুড়ি, চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতা আছে। আর গরীবের জন্য জলপাইগুড়ি সদর হসপিটাল।