বৃহস্পতিবার, ১৩ মে, ২০১০

রুখে দাড়ালেন প্রতিবাদী বাবা

এপ্রিলের ৩ তারিখ, ২০১০। আনন্দবাজার পত্রিকা। খবরঃ "রুখে দাড়ালেন প্রতিবাদী বাবা-আমার ছেলে মরে যাচ্ছে, কীসের অবরোধ এখানে" । চমকে গেলাম বিচিত্র এই খবর পড়ে। শিয়ালদা-বনগাঁ লাইনের, বামনগাছি স্টেসনে ট্রেন অবরোধের বিরুদ্ধে একক প্রতিবাদে হাবরার শ্যামল ঘোষ। শ্যামল বাবুকে আমাদের তরফ থেকে সন্মান শুভেচ্ছা জানাই।

সামাজিক অন্যায়ের বিরুদ্ধে একক প্রতিবাদ নিতান্তই বিরল ঘটনা? আমারতা মনে হয়না। আমার মনেহয়, আনন্দবাজারে ছাপানোটা একটা সত্যি প্রতিবাদের গল্প আমাদের সমাজ চালনাকারী দলগত ক্ষমতাবাদী মানুষের কাছে পৌছে যাওয়াটা গুরুত্বপূর্ন। শ্যামল বাবু তার কোলের শিশুটির জীবনের লড়াইকে সমর্থন করেছেন মাত্র। শিশুটির হাতে ছাড়পত্র রেখেগেলেন বিপ্লবী কবি।