মঙ্গলবার, ২৩ মার্চ, ২০১০

The Jalpaiguri Riders

যবে প্রথম হিরোহোন্ডা CD100 বাজারে ছারলো, তবে থেকে মধ্যবিত্তের যাতায়াতের সহজ মাধ্যম হয়ে উঠলো বাইক। যদিও বাইক ১৯২৫ নাগাদ বাহন হিসাবে বাজারে উপলব্ধ ছিল, সুধুমাত্র সেনা এবং উচ্চ শ্রেনির বেপরোয়া ছেলেদের। আমাদের দেশে বাইক জনপ্রিয়তা পেয়েছে CD 100 এর হাত ধরে।

জলপাইগুড়িতে স্কুটারের দেখা পাওয়া যেত বেশী, তুলনায় বাইক বলতে "বাগান বাবু দের" রাজদুত নয়ত বুলেট।দিন বদলে গেছে অনেক। স্কুটার হারিয়েগেছে প্রায়। বাইক আকার প্রকারে অনেক রকমের হয়েছে। সঙ্গে বাইকার পালটে গেছে